সরিষার তেল কিনতে চাচ্ছেন, কিন্তু সরিষার তেলের দাম কত জানেন না? তরকারি রান্না করার জন্য কিংবা শরীরে মাখার জন্য সরিষার তেল ব্যবহার করা হয়ে থাকে। এই পোস্টে সরিষার তেলের আজকের দাম কত টাকা জানতে পারবেন।
অনেকেই সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়ে তরকারি রান্না করতে পছন্দ করেন। এছাড়াও, শরীরেও অনেকেই সরিষার তেল মেখে থাকেন ব্যথা থেকে বাঁচার জন্য। তাই, ১ কেজি সরিষার তেলের দাম কত টাকা এটি অনেকেই জানতে চান।
তো চলুন, আজ ১ কেজি সরিষার তেলের দাম কত টাকা সেটি জেনে নেয়া যাক।
এক নজরে পোস্টের বিষয়বস্তু
১ কেজি সরিষার তেলের দাম কত টাকা
১ কেজি সরিষার তেলের দাম ২৬০ টাকা থেকে ২৮০ টাকা বিক্রি হচ্ছে। বোতলজাত ১ লিটার সরিষার তেল ২৬০ টাকা থেকে ২৮০ টাকা প্রতি কেজি হিসেবে কিনতে পারবেন। এছাড়া, খোলা সরিষার তেলের দাম বোতলজাত সরিষার তেলের থেকে একটু কম।
তবে, ভালো মানের সরিষার তেল কিনতে চাইলে ২৬০ টাকা থেকে শুরু করে ২৮০ টাকা প্রতি কেজি দাম পড়বে। এছাড়াও, আপনি চাইলে ২ কেজি সরিষার তেল কিংবা ৫ কেজি ওজনের সরিষার তেলও কিনতে পারবেন। তবে, বেশি ওজনের অর্থাৎ ২ কেজি বা ৫ কেজি সরিষার তেল কিনলে দাম একটু কম পড়ে।
আরও পড়ুন — আজকে সয়াবিন তেলের দাম কত টাকা
২ কেজি সরিষার তেলের দাম কত টাকা
২ কেজি সরিষার তেলের দাম ৪৯০ টাকা। তবে, ২ লিটার খাঁটি সরিষার তেল কিনতে চাইলে ৪৯০ টাকা থেকে শুরু করে ৫২০ টাকা পর্যন্ত লাগতে পারে। খাঁটি সরিষার তেল একটু বেশি দামের হয়ে থাকে। এছাড়াও, সরিষার তেলের মাঝে আরও কিছু পার্থক্য রয়েছে।
তবে, আপনি যদি ২ কেজি বোতলজাত সরিষার তেল কিনতে চান, তাহলে ৪৯০ টাকা থেকে শুরু করে ৫২০ টাকার মাঝেই কিনতে পারবেন।
৫ কেজি সরিষার তেলের দাম কত টাকা
৫ কেজি সরিষার তেলের দাম ১২৪০ টাকা থেকে ১২৫০ টাকা দামে কিনতে পারবেন। বেশি ওজনের একটি সরিষার তেলের বোতল কিনলে অল্প ছাড়ে কিনতে পারবেন। আমাদের দেশের বিভিন্ন দোকান এবং ই-কমার্স ওয়েবসাইটে ১২৪০ টাকা থেকে ১২৫০ টাকায় ৫ কেজি সরিষার তেল বিক্রি হচ্ছে।
অনেকেই বেশি পরিমাণে সরিষার তেল কিনতে পছন্দ করেন। তাই, আপনি চাইলে ৫ কেজি ওজনের একটি সরিষার তেলের বোতল মাত্র ১২৪০ টাকা থেকে ১২৫০ টাকার মাঝেই কিনতে পারবেন।
আরও পড়ুন — আজকের চিনির দাম কত
৫০০ মিলি সরিষার তেলের দাম কত টাকা
৫০০ মিলি সরিষার তেলের দাম আজকে ১৩০ টাকা থেকে ১৪০ টাকা বিক্রি হচ্ছে। ৫০০ মিলি বা হাফ কেজি সরিষার তেলের দাম ১৩০-১৪০ টাকা। যা আপনারা যেকোনো দোকানে কিংবা ই-কমার্স ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
বোতলজাত ৫০০ মিলি সরিষার তেলের দাম ১৩০-১৪০ টাকা বিক্রি হচ্ছে। তবে, খোলা সরিষার তেলের দাম একটু কম। তাই, আপনি চাইলে খোলা সরিষার তেল ১০/২০ টাকা কম দিয়ে কিনতে পারেন। তবে, বোতলজাত সরিষার তেল ১০/২০ টাকা বেশি হলেও সেটি অনেক পরিষ্কার থাকে।
১ লিটার সরিষার তেলের দাম কত টাকা
১ লিটার সরিষার তেলের দাম আজ ২৬০ টাকা থেকে ২৮০ টাকা বিক্রি হচ্ছে। প্রতি লিটার সরিষার তেল বোতলজাত করার পর বিক্রি করা হয়। তাই, আপনি যদি ১ লিটার সরিষার তেল কিনতে চান, তাহলে ২৬০ টাকা থেকে ২৮০ টাকা দামে কিনতে পারবেন।
সরিষার তেল বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে। তাই, সরিষার তেলের মাঝে ১০/২০ টাকা পার্থক্য হয়ে থাকে। তবে, উপরে উল্লেখ করে দেয়া দাম অনুযায়ী প্রতি লিটার সরিষার তেল কিনতে পারবেন।
আরও পড়ুন — আজকে ১ কেজি পেঁয়াজের দাম কত টাকা
রাঁধুনি সরিষার তেল দাম ২৫০ গ্রাম
রাঁধুনি সরিষার তেল ২৫০ গ্রাম এর দাম হচ্ছে ৯০ টাকা। ২৫০ গ্রাম ওজনের একটি রাঁধুনি সরিষার তেলের বোতলের দাম ৯০ টাকা বিক্রি হচ্ছে। আপনি যদি রাঁধুনি সরিষার তেল ২৫০ মিলি কিনতে চান, তাহলে ৯০ টাকায় কিনতে পারবেন।
রাঁধুনি সরিষার তেল দাম ৫০০ গ্রাম
রাঁধুনি সরিষার তেল ৫০০ গ্রাম এর দাম ১৬৫ টাকা। অনেকেই রাঁধুনি সরিষার তেল দিয়ে বিভিন্ন তরকারি রান্না করে থাকেন। যেখানে থেকেই রাঁধুনি সরিষার তেল কিনুন না কেন, ১৬৫ টাকা নিবে। তবে, পাইকারি দোকান থেকে কিনলে হয়তো ২/৩ টাকা কমে পেতে পারেন।
রাঁধুনি সরিষার তেল ২০০ মিলি, ২৫০ মিলি, ৪০০ মিলি, ৫০০ মিলি এবং ১০০০ মিলি বা ১ লিটার এর হয়ে থাকে। আপনি যদি রাঁধুনি সরিষার তেল ৫০০ মিলি কিনতে চান, তাহলে ১৬৫ টাকার মাঝেই কিনতে পারবেন।
রাঁধুনি সরিষার তেল দাম ১ লিটার
রাঁধুনি সরিষার তেল ১ লিটার এর দাম ৩৪৮ টাকা থেকে ৩৬০ টাকা বিক্রি হয়। পাইকারি দোকান থেকে কিনলে ৩৪৮ বা ৩৫০ টাকা প্রতি লিটার রাঁধুনি সরিষার তেল কিনতে পারবেন। তবে, খুচরা দোকান থেকে কিনতে গেলে ৩৬০ টাকা প্রতি লিটার এর দাম পড়বে।
আরও পড়ুন — মিল্ক শেক এর দাম কত টাকা
রাঁধুনি ১ লিটার খাঁটি সরিষার তেলের দাম আজকে ৩৪৮ টাকা থেকে ৩৬০ টাকা। রাঁধুনি খাঁটি সরিষার তেল কিনতে চাইলে এই দামের মাঝেই কিনতে পারবেন।
রাঁধুনি সরিষার তেল দাম ৫ লিটার
রাঁধুনি সরিষার তেল ৫ লিটার এর কোনো বোতল নেই। তবে, আপনি যদি চান, রাঁধুনি সরিষার তেল ১ লিটার ৩৪৮ টাকা থেকে ৩৬০ টাকা এই দামে ৫ বোতল সরিষার তেল কিনতে পারেন। এভাবে করে ৫ লিটার রাঁধুনি খাঁটি সরিষার তেল ১,৭৪০ টাকা থেকে ১,৮০০ টাকার মাঝেই কিনতে পারবেন।
সুরেশ সরিষার তেল দাম কত
সরিষার খাঁটি সরিষার তেলের দাম প্রতি লিটার ৩৬০ টাকা। সুরেশ খাঁটি সরিষার তেল ব্যবহার করে অনেকেই রান্না করে থাকেন। তাই, আপনি যদি ১ লিটার সুরেশ সরিষার তেল কিনতে চান, তাহলে ৩৬০ টাকা লিটার প্রতি হিসেবে কিনতে পারবেন।
আজকের সরিষার তেলের দাম কত টাকা
আজকের সরিষার তেলের দাম ৫০০ মিলি ১৪০ টাকা থেকে ১৫০ টাকা, ১ লিটার সরিষার তেলের দাম ২৬০ টাকা থেকে ২৮০ টাকা এবং ৫ লিটার সরিষার তেলের দাম ১২৫০ টাকা থেকে ১২৬০ টাকা বিক্রি হচ্ছে।
আরও পড়ুন — আজকে ব্রয়লার মুরগির দাম কত
সরিষার তেল অনেক কোম্পানি বোতলজাত করে বিক্রি করে থাকে। তাই, আপনি কোন কোম্পানির সরিষার তেল কিনবেন সেটি নির্ধারণ করুন। এরপর, উপরে উল্লেখ করে দেয়া বিভিন্ন কোম্পানির সরিষার তেলের মূল্য তালিকা দেখলেই দাম দেখতে পারবেন।
সারকথা
আজকের প্রাইস বিডি ওয়েবসাইটের এই পোস্টে বিভিন্ন কোম্পানির সরিষার তেলের দাম কত টাকা তা উল্লেখ করে দিয়েছি। আপনি যদি সরিষার তেল কিনতে চান, তাহলে ৫০০ মিলি সরিষার তেল কত টাকা, ১ লিটার সরিষার তেল কত টাকা এবং ৫ লিটার সরিষার তেল কত টাকা তা এই পোস্ট থেকে জানতে পারবেন।
আরও এমন বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম, নিত্যপণ্যের দাম, খাদ্যদ্রব্যের দাম, ইলেক্ট্রনিকস পণ্যের দাম জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।