রুপা দিয়েও অনেক সুন্দর অলঙ্কার তৈরি করা যায়। রুপা দিয়ে অলঙ্কার তৈরি করতে চাচ্ছেন কিন্তু রুপার ভরি কত টাকা জানেন না? বা এক ভরি রুপার দাম কত টাকা জানেন না? এই পোস্টে পাবেন বিস্তারিত তথ্য।
সোনার মতো রুপা দিয়েও অনেক সুন্দর অলঙ্কার তৈরি করা যায়। তবে, মানুষ সোনা দিয়ে বেশিরভাগ অলঙ্কার তৈরি করতে পছন্দ করেন। পূর্বে অনেকেই রুপা দিয়ে বিভিন্ন বাসন তৈরি করতো। বাংলাদেশে রুপার দাম কত টাকা তা নিয়ে আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।
১ ভরি রুপা কত টাকা, ১ তোলা রুপা কত টাকা এবং রুপার ভরি আজকে কত টাকা এসব বিষয়ে জানতে শুরু থেকে শেষ অব্দি পড়ুন।
এক নজরে পোস্টের বিষয়বস্তু
রুপার ভরি কত টাকা
২২ ক্যারেট এর ১ ভরি রুপার দাম ২,১০০ টাকা, ২১ ক্যারেট এর ১ ভরি রুপার দাম ২,০০৬ টাকা এবং ১৮ ক্যারেট এর ১ ভরি রুপার দাম ১,৭১৫ টাকা।
রুপার ভরি ক্যারেট হিসেবে দাম নির্ধারণ করা হয়ে থাকে। আপনি যদি ২২ ক্যারেট এর রুপা কিনতে চান, তবে 22 karat Silver Price in Bangladesh হচ্ছে ১ ভরি সমান ২ হাজার ১০০ টাকা।
২১ ক্যারেট এর রুপা কিনলে 21 Karat Silver Price in Bangladesh হচ্ছে ১ ভরি সমান ২ হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেট এর রুপা কিনলে 18 Karat Silver Price in Bangladesh হচ্ছে ১ হাজার ৭ শত ১৫ টাকা।
এক ভরি রুপার দাম কত টাকা ২০২৪
রুপার ক্যারেট | রুপার দাম |
২২ ক্যারেট ১ ভরি রুপার দাম | ২,১০০ টাকা |
২১ ক্যারেট ১ ভরি রুপার দাম | ২,০০৬ টাকা |
১৮ ক্যারেট ১ ভরি রুপার দাম | ১,৭১৫ টাকা |
প্রচলিত ১ ভরি রুপার দাম | ১,২৮৩ টাকা |
উপরে উল্লেখ করে দেয়া এই টেবিলটি থেকে ১ ভরি রুপার দাম আজকে কত টাকা তা আপডেট জানতে পারবেন। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন অনুযায়ী নির্ধারিত রেট অনুসারে উপরের টেবিলটি সাজানো হয়েছে।
যদি বাজুস কর্তৃক রুপার দাম কমিয়ে দেয়া হয়, তাহলে আমরাও উপরোক্ত টেবিলে উল্লেখ করে দেয়া 1 ভরি রুপার দাম কত টাকা এই তথ্যগুলো আপডেট করে দিবো।
১ গ্রাম রুপার দাম কত টাকা
1 গ্রাম রুপার দাম কত টাকা তা নিচের টেবিলে উল্লেখ করে দিয়েছি –
রুপার ক্যারেট | রুপার দাম |
২২ ক্যারেট ১ গ্রাম রুপার দাম | ১৮০ টাকা |
২১ ক্যারেট ১ গ্রাম রুপার দাম | ১৭২ টাকা |
১৮ ক্যারেট ১ গ্রাম রুপার দাম | ১৪৭ টাকা |
প্রচলিত ১ গ্রাম রুপার দাম | ১১০ টাকা |
উপরের এই টেবিলে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন – বাজুস কর্তৃক নির্ধারণ করে দেয়া রুপার ভরি কত টাকা তা দিয়েই সাজানো হয়েছে। বাজুস কর্তৃক রুপার রেট পরিবর্তন করা হলে, আমরাও এই টেবিলের তথ্য আপডেট করে দিবো।
বর্তমানে রুপার দাম কত টাকা বাংলাদেশে
বর্তমানে বাংলাদেশে রুপার দাম ১ ভরি ২২ ক্যারেট এর ২,১০০ টাকা, ১ ভরি ২১ ক্যারেট এর ২,০০৬ টাকা, ১৮ ক্যারেট এর ১ ভরি ১,৭১৫ টাকা।
রুপার দাম বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কর্তৃক নির্ধারণ করা হয়ে থাকে। তারা প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করে দিয়েছে। এক গ্রাম রুপার দাম কত টাকা তা ইতোমধ্যে উপরের টেবিলে উল্লেখ করে দিয়েছি। সেই রেট অনুযায়ী হিসেব করে 1 ভরি রুপা কত টাকা হয় আমরা সেটি বের করেছি।
যেহেতু আমরা জানি যে ১ ভরি সমান ১১.৬৬ গ্রাম (প্রায়) । তাই, ১ গ্রাম রুপার দামকে ১১.৬৬ এর সাথে গুণ করলে ১ ভরি রুপার দাম বের হয়ে আসে।
আরও পড়ুন - আজকের স্বর্ণের দাম কত
ঠিক এভাবে করে প্রতি গ্রাম রুপার দাম জানা থাকলে আপনিও রুপার ভরি হিসেব করতে পারবেন।
এক তোলা রুপার দাম কত টাকা ২০২৪
- ১ তোলা ২২ ক্যারেট রুপার দাম ২,১০০ টাকা।
- ১ তোলা ২১ ক্যারেট রুপার দাম ২,০০৬ টাকা।
- ১ তোলা ১৮ ক্যারেট রুপার দাম ১,৭১৫ টাকা।
- ১ তোলা প্রচলিত রুপার দাম ১,২৮৩ টাকা।
১ তোলা বা ১ ভরি একই জিনিস। তাই, ১তোলা রুপা এবং ১ ভরি রুপা একই কথা। সে হিসেবে ১ ভরি রুপার দাম হচ্ছে –
- ১ ভরি ২২ ক্যারেট রুপার দাম ২,১০০ টাকা।
- ১ ভরি ২১ ক্যারেট রুপার দাম ২,০০৬ টাকা।
- ১ ভরি ১৮ ক্যারেট রুপার দাম ১,৭১৫ টাকা।
- ১ ভরি প্রচলিত রুপার দাম ১,২৮৩ টাকা।
এছাড়াও, রুপার ভরি কত টাকা বা রুপার তোলা কত টাকা হবে এটি ১ গ্রাম রুপা কত টাকা তা দ্বারা হিসেব করা হয়ে থাকে। নিচে প্রতি গ্রাম রুপার দাম উল্লেখ করে দিয়েছি –
- ১ গ্রাম ২২ ক্যারেট রুপার দাম ১৮০ টাকা।
- ১ গ্রাম ২১ ক্যারেট রুমার দাম ১৭২ টাকা।
- ১ গ্রাম ১৮ ক্যারেট রুপার দাম ১৪৭ টাকা।
- ১ গ্রাম প্রচলিত রুপার দাম ১১০ টাকা।
২ ভরি রুপার দাম কত টাকা ২০২৪
২ ভরি ২২ ক্যারেট রুপার দাম ৪,২০০ টাকা, ২ ভরি ২১ ক্যারেট রুপার দাম ৪,০১২ টাকা, ২ ভরি ১৮ ক্যারেট রুপার দাম ৩,৪৩০ টাকা।
১ ভরি রুপার দামকে ২গুন করলেই ২ ভরি রুপার দাম বা ২ তোলা রুপার দাম নির্ণয় করা যায়। রুপার ভরি কত টাকা জানা থাকলে যেকোনো পরিমাণ রুপার হিসেব বের করতে পারবেন সহজেই।
১০ গ্রাম রুপার দাম কত টাকা ২০২৪
১০ গ্রাম ২২ ক্যারেট রুপার দাম ১,৮০০ টাকা, ১০ গ্রাম ২১ ক্যারেট রুপার দাম ১,৭২০ টাকা এবং ১০ গ্রাম ১৮ ক্যারেট রুপার দাম ১,৪৭০ টাকা।
১ গ্রাম রুপার দাম ১৪৭ টাকা থেকে ১৮০ টাকা অব্দি হয়ে থাকে। ক্যারেট অনুযায়ী রুপার দাম হিসেব করে আপনি যে পরিমাণ রুপার হিসেব করতে চাচ্ছেন, তা বের করতে পারবেন।
৫২ তোলা রুপার দাম কত টাকা
২২ ক্যারেট ৫২ তোলা রুপার দাম ১,০৯,২০০ টাকা, ২১ ক্যারেট ৫২ তোলা রুপার দাম ১,০৪,৩১২ টাকা এবং ১৮ ক্যারেট ৫২ তোলা রুপার দাম ৮৯,১৮০ টাকা।
তবে, যখন আপনি ৫২ তোলা বা ৫২ ভরি রুপা একসাথে ক্রয় করবেন, তখন এর থেকেও কম দামে নিতে পারবেন। তখন প্রতি ভরিতে রুপার দাম কম পড়বে।
সাড়ে ৫২ তোলা রুপার দাম কত টাকা
সাড়ে ৫২ তোলা রুপা বা ৫২.৫ তোলা রুপার দাম বের করতে আমাদেরকে জানতে হবে রুপার ভরি কত টাকা। রুপার ভরি কত টাকা তা তো আমরা জানি। তো চলুন নিচের টেবিলে হিসাবটি দেখে নেয়া যাক –
রুপার ক্যারেট | রুপার দাম |
সাড়ে ৫২ তোলা রুপা ২২ ক্যারেট এর দাম | ১,১০,২৫০ টাকা |
সাড়ে ৫২ তোলা রুপা ২১ ক্যারেট এর দাম | ১,০৫,৩১৫ টাকা |
সাড়ে ৫২ তোলা রুপা ১৮ ক্যারেট এর দাম | ৯০,০৩৮ টাকা |
FAQ
২২ ক্যারেট ১ ভরি রুপার দাম কত টাকা?
২২ ক্যারেট ১ ভরি রুপার দাম বাংলাদেশের আজকের রুপার রেট অনুযায়ী ২,১০০ টাকা।
২১ ক্যারেট ১ ভরি রুপার দাম কত টাকা?
২১ ক্যারেট ১ ভরি রুপার দাম আজকের রুপার দাম অনুযায়ী ২,০০৬ টাকা।
১৮ ক্যারেট ১ ভরি রুপার দাম কত টাকা?
১৮ ক্যারেট ১ ভরি রুপার দাম রুপার রেট অনুযায়ী ১,৭১৫ টাকা।
শেষ কথা
আজকের প্রাইস বিডি ওয়েবসাইটের এই পোস্টে আপনাদের সাথে রুপার ভরি কত টাকা এবং এক ভরি রুপার দাম কত তা নিয়ে আলোচনা করেছি। যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন।