সিঙ্গেল ও ডাবল গ্যাসের চুলার দাম কত টাকা জানতে চান? এই পোস্টে বিভিন্ন মডেলের গ্যাস চুলার দাম নিয়ে আলোচনা করেছি। সম্পূর্ণ পড়লে RFL Gas Stove Price সহ বিভিন্ন গ্যাস ষ্টোভের দাম জানতে পারবেন।
গ্যাসের চুলা দুই ধরনের হয়ে থাকে। সিঙ্গেল গ্যাসের চুলা এবং ডাবল গ্যাসের চুলা। সিঙ্গেল ও ডাবল গ্যাসের চুলার দাম ভিন্ন হয়ে থাকে। এছাড়াও, গ্যাস সিলিন্ডার সহ চুলার দাম এবং গ্যাস সিলিন্ডার ছাড়া গ্যাস এর চুলার দাম ভিন্ন হয়।
তো চলুন, বিভিন্ন ধরনের Gas Stove Price in Bangladesh সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
এক নজরে পোস্টের বিষয়বস্তু
গ্যাসের চুলার দাম কত টাকা
ব্রান্ড এবং চুলার ধরণ অনুযায়ী গ্যাসের চুলার দাম ১২০০ টাকা থেকে শুরু করে ৯ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। সিঙ্গেল গ্যাসের চুলা ১২০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা অব্দি হয়। ডাবল গ্যাসের চুলার দাম সর্বোচ্চ ৯-১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
বাংলাদেশের প্রায় সব এলাকায় এখন সাধারণ চুলায় রান্না করার পরিবর্তে মানুষ গ্যাসের চুলায় রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। কারণ, গ্যাসের চুলায় রান্না করলে ধোঁয়া হয় না, সহজেই চুলাতে আগুন লাগানো যায়, কালি হয় না সহ আর অনেক সুবিধা রয়েছে।
তাই, শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামেও গ্যাসের চুলার প্রচলন বেড়েই চলেছে। শহরে যেসব এলাকায় গ্যাসের লাইন রয়েছে, তারা গ্যাসের লাইন নিয়ে চুলা চালায়।
এছাড়া যেখানে গ্যাসের লাইন নেই এবং গ্রামাঞ্চলে অনেকেই সিলিন্ডার সহ গ্যাসের চুলা কিনে সেগুলোতে রান্না করে থাকে।
প্রয়োজনভেদে কেউ সিঙ্গেল গ্যাসের চুলা কিনে, আবার কেউ ডাবল কিনে থাকে। আপনিও যদি চুলা কিনতে চান, তবে সিঙ্গেল গ্যাসের চুলা কত টাকা এবং ডাবল গ্যাস এর চুলা কত টাকা জেনে নিন নিচে থেকে।
সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত টাকা ২০২৪
১ হাজার টাকা থেকে ১২০০ টাকার মাঝেই সিঙ্গেল গ্যাসের চুলা কিনতে পাওয়া যায়। যেকোনো গ্যাসের চুলার দোকান কিংবা অনলাইন ই-কমার্স ওয়েবসাইট থেকে গ্যাসের চুলা কিনতে পারবেন এই দামে।
সিঙ্গেল গ্যাসের চুলা সিলিন্ডার ছাড়া দাম ১০০০-১২০০ টাকা। সিলিন্ডার সহ সিঙ্গেল গ্যাসের চুলা কিনতে চাইলে দাম একটু বেশি পড়বে।
তবে, সিঙ্গেল গ্যাসের চুলা কিনে সেটিতে আলাদা করে সিলিন্ডার কিনে ব্যবহার করতে পারবেন। অথবা, গ্যাসের লাইন আপনার এলাকায় এসে থাকলে, সেখানে থেকে গ্যাসের লাইন নিয়ে চুলা ব্যবহার করতে পারবেন।
ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২৪
ডাবল গ্যাসের চুলা ২ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। কোম্পানি ভেদে গ্যাস চুলার দাম কিছুটা কম বা বেশি হয়ে থাকে। তবে, হাই কোয়ালিটি টেম্পার্ড গ্লাসের গ্যাসের চুলা কিনতে হলে ৯ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত লাগবে।
সিঙ্গেল গ্যাসের চুলার থেকে ডাবল গ্যাসের চুলার মূল্য একটু বেশি। এছাড়া, আপনি যদি চুলার সঙ্গে গ্যাস সিলিন্ডার কিনতে চান, তবে আর ১.৫ হাজার টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে।
২,০০০-১০,০০০ টাকার মাঝে অনেক ভালো ব্রান্ডের সুন্দর সব ডাবল গ্যাসের চুলা কিনতে পাওয়া যায়। যেকোনো চুলার দোকান থেকে কিংবা অনলাইন থেকে গ্যাসের চুলা কিনতে পারবেন।
আরও পড়ুন - আজকে গ্যাসের চুলার দাম কত টাকা
আরএফএল গ্যাসের চুলার দাম কত ২০২৪
আরএফএস গ্যাসের চুলার দাম ২ হাজার টাকা থেকে ৯.৫ হাজার টাকা হয়ে থাকে। ২ হাজার টাকায় নরমাল কোয়ালিটির চুলা থেকে শুরু করে ৯,৫০০ টাকায় অনেক উন্নতমানের আরএফএল গ্যাসের চুলা কিনতে পারবেন।
এছাড়াও, আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলা এবং আরএফএল ডাবল গ্যাসের চুলা রয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী সিঙ্গেল কিংবা ডাবল গ্যাসের চুলা কিনতে পারেন। নিচে প্রতিটি চুলার দাম কত টাকা উল্লেখ করে দিয়েছি।
আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত টাকা
আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলা ২ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। সিঙ্গেল চুলার বিভিন্ন মডেল এর দাম নিচের তালিকা থেকে জানতে পারবেন।
- RFL Single GLS Auto GS LPG (Glory) 805334 – মূল্য = ২,৫২৯ টাকা
- SING. S.S. GAS STOVE (1-02SRB) LPG,83498 – মূল্য = ২,১২৫ টাকা
- RFL Single GLS Auto GS LPG (Fusion) 805326 – মূল্য = ২,৭০৩ টাকা
- SINGLE GLS AUTO LPG GAS STOVE OLIVIA – মূল্য = ৩,০০০ টাকা
- SINGLE GLS AUTO LPG GAS STOVE SILKY – মূল্য = ২,৮৭৫ টাকা
- SINGLE GLS AUTO LPG GAS STOVE JOSIE,828600 – মূল্য = ৩,০০০ টাকা
- SINGLE GLS LPG GSTV BLUEBELL – মূল্য = ৩,১২৫ টাকা
সিঙ্গেল বার্নার এর RFL গ্যাসের চুলাগুলো যেকোনো দোকান থেকে কিংবা অনলাইনে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন।
আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম কত টাকা
আরএফএল ডাবল গ্যাসের চুলা ৩,৭৫০ টাকা থেকে শুরু করে ৯,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ৯,৫০০ টাকা হলে RFL এর ভালো মানের গ্যাসের চুলা কিনতে পাওয়া যাবে।
এছাড়া, ৩ হাজার টাকার উপরেও অনেক ভালো মানের কিছু গ্যাসের চুলা রয়েছে। যেকোনো ষ্টোর থেকে বা অনলাইন ই-কমার্স ওয়েবসাইট থেকে আরএফএল গ্যাস ষ্টোভগুলো কিনতে পারবেন।
RFL Double Burner Gas Stove Price in Bangladesh
- DOU. GLS. AUTO NG GAS STOVE (26 GR),80399 – মূল্য = ৮,০০০ টাকা
- BUILT IN GLS LPG HOB MARIGOLD,868424 – মূল্য = ৯,৫০০ টাকা
- DOU. GLS AUTO LPG GAS STOVE (26 GR) – মূল্য = ৮,০০০ টাকা
- RFL Double GLS Auto GS LPG (Fusion) 805314 – মূল্য = ৪,৯৩৫ টাকা
- DOUBLE GLS LPG GSTV ROSEE,828493 – মূল্য = ৫,২৫০ টাকা
- DOUBLE GLASS LPG GSTV SILKY – মূল্য = ৫,২৫০ টাকা
- DOU. SS AUTO GAS STOVE (QUEEN CI) LPG – মূল্য = ৩,৭৫০ টাকা
- DOUBLE GLASS NG GSTV SILKY – মূল্য = ৫,২৫০ টাকা
- DOUBLE GLASS LPG GSTV JOSIE,828599 – মূল্য = ৫,৬২৫ টাকা
- DOUBLE GLASS NG GSTV BLUEBELL,828835 – মূল্য = ৫,৮৭৫ টাকা
- DOUBLE GLASS LPG GSTV FIONA,828603 – মূল্য = ৫,৬২৫ টাকা
- BUILT IN GLS NG HOB MARIGOLD,868425 – মূল্য = ৯,৫০০ টাকা
আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম উপরে উল্লেখ করে দেয়া দামের থেকে কিছুটা ভিন্ন হতে পারে। আপনি যখন বাজার থেকে কিনবেন, তখন ১০০-২০০ টাকা পর্যন্ত কম বা বেশি হতে পারে। কিন্তু, প্রায় সব জায়গায় চুলার দাম একই।
Walton WGS-SDH90 LPG চুলার দাম
Walton WGS-SDH90 LPG মডেলের গ্যাসের চুলাটির দাম ও অন্যান্য তথ্য নিম্নরূপ –
- Model: WGS-SDH90 LPG
- Burner Type: Double
- Top Panel: Strong zigzag type nickel electroplated pan
- Auto Ignition: Automatic piezoelectric 100% ignition rate
- Price: 2,890TK
Walton WGS-DS2 LPG চুলার দাম
Walton WGS-DS2 LPG মডেলের গ্যাস ষ্টোভ এর দাম নিম্নরূপ –
- Model: WGS-DS2 LPG
- Burner Type: Double
- Burner Material: Strong stainless steel
- Top Panel: Strong zigzag type nickel electroplated pan
- Auto Ignition: 50,000 Times
- Price: 3,150TK
FAQ
বাংলাদেশে কোন ব্র্যান্ডের গ্যাসের চুলা ভালো?
ওয়াল্টন, ভিশন সহ বাংলাদেশে বিভিন্ন নামকরা ব্রান্ডের গ্যাসের চুলা রয়েছে। ভালো দাম দিয়ে ভালো মানের গ্যাসের চুলা কিনতে পারবেন।
গ্যাসের চুলা না বৈদ্যুতিক চুলা কোনটি ভালো?
আপনার এলাকায় যদি সর্বদা বিদ্যুৎ থাকে, তবে বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে পারেন। কিন্তু, বিদ্যুৎ যাতায়াত এর সমস্যা থাকলে গ্যাসের চুলা নিতে পারেন।
গ্যাসের চুলা কি পরিবেশের জন্য ক্ষতিকর?
হ্যাঁ। গ্যাসের চুলা পরিবেশের জন্য ক্ষতিকর। গ্যাসের চুলা ব্যবহার করলে এটি জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে।
আরএফএল গ্যাসের চুলার দাম ২০২৪ কত টাকা?
আরএফএল গ্যাসের চুলার দাম ১,২০০ টাকা থেকে শুরু করে ৯,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। চুলার মান এবং বার্নার এর উপর নির্ভর করে দাম কমবেশি হয়ে থাকে।
ওয়াল্টন গ্যাসের চুলার দাম কত টাকা?
১ হাজার টাকা থেকে শুরু করে ২ হাজার টাকার মাঝে ওয়াল্টন সিঙ্গেল গ্যাসের চুলা এবং ৩ হাজার টাকা থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ডাবল গ্যাসের চুলা পাওয়া যায়।
শেষ কথা
আজকের প্রাইস বিডি ওয়েবসাইটের এই পোস্টে গ্যাসের চুলার দাম কত টাকা ২০২৪ বিষয়টি নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন চুলার দাম কত টাকা জানতে পারবেন পোস্টটি সম্পূর্ণ পড়লে।