আজকের চিনির দাম কত: চিনির বর্তমান বাজার মূল্য 2024

চিনি কিনতে চাচ্ছেন কিন্তু আজকের চিনির দাম কত টাকা জানেন না? চিনির বর্তমান বাজার মূল্য 2024 নিয়ে আজকের এই পোস্টে আপনাদের সাথে 1 কেজি চিনির দাম কত, লাল চিনির দাম কত ২০২৪ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মাঝে চিনি অনেক প্রয়োজনীয় একটি জিনিস। কয়েক মাস যাবত চিনির বাজার মূল্য অনেক চড়া। ঠিক একারণেই অনেকেই চিনির বর্তমান বাজার মূল্য জানতে আগ্রহী। প্রতিনিয়ত চিনির দাম উঠানামা করছে।

তো চলুন, আজকের চিনির দাম কত টাকা ২০২৪ নিয়ে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।

আজকের চিনির দাম কত টাকা

আজকে ১ কেজি চিনির দাম ১৬০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও, বিভিন্ন খুচরা দোকানে ১৬৫ টাকা থেকে ১৭০ টাকা পর্যন্ত 1 কেজি চিনি বিক্রি হচ্ছে। চিনির বর্তমান বাজার মূল্য বেশি হওয়ার কারণে প্রতি কেজি চিনি ১৬০ টাকা বিক্রি হচ্ছে।

কিছুদিন পূর্বেও এক কেজি চিনি ১৪০ টাকা বিক্রি হতো। আবারও দাম বৃদ্ধি হওয়ার কারণে এখন ১ কেজি চিনি ১৬০ টাকা বিক্রি হচ্ছে। যদিও কয়েক মাস পূর্বে চিনির বাজার দর আরও বেশি ছিলো। তখন ১৮০ টাকা কেজি প্রতি চিনি বিক্রি হয়েছে।

আরও পড়ুন — আজকে সয়াবিন তেলের দাম কত টাকা

পূর্বের বছরের তুলনায় চিনির দাম অনেক বেড়ে গেছে। ১০০ টাকার নিচে চিনির দাম ছিলো। তা এখন বাড়তে বাড়তে 1 কেজি চিনি ১৬০ টাকা বিক্রি হচ্ছে।

1 কেজি চিনির দাম কত টাকা

1 কেজি চিনির দাম আজকের চিনির বাজার দর অনুযায়ী ১৬০ টাকা। ১৬০ টাকায় ১ কেজি চিনি কিনতে পারবেন। তবে, বিভিন্ন খুচরা দোকানে ১৬৫ টাকা থেকে ১৭০ টাকা প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে।

পাইকারিভাবে চিনির দাম বৃদ্ধি হওয়ার কারণে প্রতি কেজি চিনির দামও বৃদ্ধি পেয়েছে। ১ কেজি চিনি এখন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে যা কিছুদিন পূর্বেও ১৪০ টাকা কেজিতে বিক্রি হতো। বাজার থেকে 1 কেজি চিনি কিনতে ১৬০ টাকা গুনতে হবে।

লাল চিনির দাম কত ২০২৪

লাল চিনির দাম ২০০ টাকা থেকে ২২০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। লাল চিনির দাম সাদা চিনির তুলনায় একটু বেশি দামে বিক্রি হয়ে থাকে। প্রতি কেজি লাল চিনির দাম ২০২৪ সালে ২০০ টাকা থেকে ২২০ টাকায় কিনতে পারবেন। চিনির দাম বৃদ্ধি হওয়ার কারণে এখন এত বেশি দামে চিনি বিক্রি হচ্ছে।

লাল চিনিকে সাদা চিনির তুলনায় ভালো বলা হয় কারণ এটি রিফাইন করা হয়না। তাই, লাল চিনির দাম সাদা চিনির তুলনায় একটু বেশি দেখা যায়। তবে, লাল চিনির তুলনায় সাদা চিনির চাহিদা অনেক বেশি। লাল চিনির চাহিদা অনেক কম। আপনি যদি লাল চিনি কিনতে চান, তাহলে প্রতি কেজি লাল চিনি ২০০-২২০ টাকা প্রতি কেজি দামে কিনতে পারবেন।

আরও পড়ুন — আজকে ১ কেজি পেঁয়াজের দাম কত টাকা

আজকের চিনির দাম কত ২০২৪

আজকের চিনির দাম ১৬০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। চিনির বাজারমূল্য একটু বেশি হওয়ার কারণে ১৪০ টাকা থেকে ২০ টাকা বৃদ্ধি করে ১৬০ টাকা কেজি হিসেবে চিনি বিক্রি হচ্ছে। 1 কেজি চিনি কিনতে চাইলে বাজার থেকে ১৬০ টাকা/কেজি দামে কিনতে পারবেন।

তবে, বিভিন্ন খুচরা দোকানে ১৬৫ টাকা থেকে ১৭০ টাকা হিসেবে চিনি বিক্রি হচ্ছে। তাই, বাজার থেকে চিনি কেনার পূর্বে অবশ্যই কয়েকটি দোকান যাচাই করে নিবেন।

চিনির বর্তমান বাজার মূল্য 2024

চিনির বর্তমান বাজার মূল্য 2024 এর তালিকা নিচে উল্লিখিত —

চিনির পরিমাণবর্তমান বাজার মূল্য
১ কেজি চিনির দাম১৬০-১৭০ টাকা
৫ কেজি চিনির দাম৮০০ টাকা
১০ কেজি চিনির দাম১,৬০০ টাকা
৫০ কেজি চিনির দাম৮,০০০ টাকা
১০০ কেজি চিনির দাম১৬,০০০ টাকা

উপরোক্ত চিনির বাজার দরের তালিকা অনুযায়ী বিভিন্ন পরিমাণে চিনি কিনতে পারবেন। প্রতি কেজি চিনির দাম উঠানামা করে থাকে। তাই, দাম একটু বেশি দেখলে আরও কিছু দোকান যাচাই করতে হবে। এরপর, যে দোকানে কম দামে পাবেন, সেখান থেকেই নিবেন।

খুচরা কিনলে চিনির দাম বেশি পড়ে। তবে, আপনি যদি বেশি পরিমাণে অর্থাৎ ১০ কেজি বা ৫০ কেজি এমন পরিমাণে ক্রয় করেন, তাহলে অল্প দামেই পেয়ে যাবেন। বেশি পরিমাণে চিনি কিনলে পাইকারি দামে পাওয়া যায়।

আরও পড়ুন — আজকে ব্রয়লার মুরগির দাম কত টাকা

বাংলাদেশে চিনির দাম কত

বাংলাদেশে আজকের চিনির দাম অনুযায়ী ১ কেজি চিনি ১৬০ টাকা। ২ কেজি চিনি ৩২০ টাকা এবং ৫ কেজি চিনি ৮০০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে, খুচরা দোকানে প্রতি কেজি চিনি বা হাফ কেজি চিনি ৫-১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

অর্থাৎ, খুচরা দোকান থেকে ১ কেজি চিনি কিনতে গেলে ১৬৫ টাকা থেকে ১৭০ টাকা নিতে পারে। অথবা, হাফ কেজি চিনির দাম যেখানে ৮০ টাকা হচ্ছে, সেখানে ৮২ টাকা থেকে ৮৫ টাকা নিতে পারে। তাই, বাজার যাচাই করে এরপর চিনি কিনবেন।

বাংলাদেশে চিনির দাম উঠানামা করে থাকে। আজ ১৬০ টাকা প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে, তা আগামীকাল কমতে পারে আবার বাড়তেও পারে। যেমন, কিছুদিন পূর্বেই ১ কেজি চিনির দাম ছিলো ১৪০ টাকা। তা ২০ টাকা বৃদ্ধি হয়ে এখন ১৬০ টাকা হয়েছে। তাই, বাজার যাচাই করতে হবে।

আরও পড়ুন — মিল্ক শেক এর দাম কত টাকা

ফ্রেশ চিনি ১ কেজি দাম

ফ্রেশ চিনি ১ কেজি দাম ১৪৫ টাকা বিক্রি হচ্ছে। যেকোনো দোকান থেকে ফ্রেস চিনি ১ কেজির প্যাকেট ১৪৫ টাকায় পাবেন। এছাড়াও, আপনি চাইলে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট থেকে ফ্রেশ চিনি ১ কেজি প্যাকেট কিনতে পারবেন। ১৪৫ টাকা কেজিতে ফ্রেশ চিনি বিক্রি হচ্ছে।

শেষ কথা

আজকের প্রাইস বিডি ওয়েবসাইটের এই পোস্টে আপনাদের সাথে আজকের চিনির দাম কত টাকা তা নিয়ে আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে বর্তমান চিনির বাজার দর সম্পর্কে জানতে পারবেন। নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং খাদ্যদ্রব্যের দাম সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন।

Leave a Comment